টাঙ্গাইলে তৃতীয় দিনেও পরিবহন ধর্মঘট; দুর্ভোগ চরমে


নিরাপত্তার কারণ দেখিয়ে তৃতীয় দিনের মতো রোববার টাঙ্গাইলেও পরিবহন ধর্মঘট করেছেন মালিক ও শ্রমিকেরা। এতে করে টাঙ্গাইল থেকে ঢাকাসহ অন্যান্য জেলার সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলকারী যাত্রীরা। তাদের পায়ে হেঁটে ও তিনচাকার যানে চড়ে গন্তব্যে যেতে হচ্ছে।
তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। শুক্রবার সকাল থেকে সকল যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে রোববার টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, গত দুই দিনের মতো আজও বাস, কোচ ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। ফলে টাঙ্গাইলের সাথে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। একই সাথে জেলার অভ্যন্তরীন সড়কেও বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এ ব্যাপারে গাড়ি চালক আরফিন পলাশ বলেন, ‘কয়েকদিন ধরে আমরা গাড়ি বের করছি না। আজকেও আমাদের গাড়ি চলাচল করছে না। এমন কি অন্যন্য জেলা থেকেও কোন গাড়ি প্রবেশ করছে না। এবাবে চলতে পারে না। আমরা এর দ্রুত সমাধান চাই।’
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘আজ তৃতীয় দিনের মতো সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে পুরো জেলায় সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে। যখন মহাসড়কে নিরাপত্তা ফিরে আসবে পুনরায় আবার যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’
আব্দুল্লাহ আল নোমান / এমএমআর