সারা দেশ থেকে ঢাকার সঙ্গে দূরপাল্লার যান চলাচল বন্ধ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ পিএম, রোববার, ৫ আগস্ট ২০১৮ | ৪৮৬

সারা দেশ থেকে ঢাকার সঙ্গে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। বাস বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীরা। এ অবস্থায় ঈদের আগাম টিকিট বিক্রিও শুরু হয়নি বলে জানিয়েছেন বাস মালিকরা।

বন্দর নগরী চট্টগ্রামে সকাল থেকেই ছেড়ে যায়নি দূর পাল্লার বাস। নগরীর প্রতিটি মোড়ে রয়েছে যাত্রীদের ভিড়। ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতি জানায়, নিরাপত্তার কারণে আঞ্চলিক সড়কেও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন শিথিল হলে পুনরায় বাস চলাচল স্বাভাবিক হবে। গাজীপুরে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। 

অনেকের অভিযোগ, এই সুযোগে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। পরিবহন ধর্মঘটের প্রভাবে লক্ষ্মীপুরেও বিপাকে রয়েছেন সাধারণ মানুষ। এছাড়া রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুরসহ বিভিন্ন জেলায় চলছে পরিবহন ধর্মঘট।