শিক্ষার্থীদের উস্কানি দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়...ড. আব্দুর রাজ্জাক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৯ পিএম, শনিবার, ৪ আগস্ট ২০১৮ | ৪৩০

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি নিজেরা আন্দোলন করতে না পারলেও কোমলমতি শিক্ষার্থীদের উস্কানি দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।

বিএনপি- জামায়াতের জ্বালাও পোড়াওসহ সন্ত্রাসী কর্মকান্ডের কথা মানুষ আজও ভুলেনি। বিএনপি’র জন্মই হলো ক্যান্টনমেন্টে। কাজেই তারা জনগণের কল্যাণ বুঝে না। দেশকে তারা সবসময় অশান্ত করে রাখতে চায়। কিন্তু তাদের এ আশা কখনো সফল করতে দেওয়া হবে না। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া মেনে নিয়েছেন।

শনিবার বিকালে টাঙ্গাইলের মধুপুর অডিটোরিয়ামে সোনালী ব্যাংকের ঋণ আদায় ও বিরতরণসহ ব্যবসা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এবং বিশাল গ্রাহক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশ আজ উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। ব্যাংকের সেবার মান বাড়ানো হয়েছে। ব্যাংকগুলোর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে এবং গ্রাম ও গ্রামের মানুষের উন্নয়ন ঘটিয়ে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা হবে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে আরেকবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে অনুষ্ঠিত হবে। আমরা চাই সেই নির্বাচনে সবদল অংশ গ্রহন করবে। এর অন্যথা করে কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে তা যে কোন মূল্যে প্রতিহত করা হবে।

সোনালী ব্যাংক টাঙ্গাইলের ডিজিএম মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক ড. নুরুল আলম তালুকদার, জেনারেল ম্যানেজার ওবায়েদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিউদ্দিন মনি, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট শহীদুল ইসলাম প্রমুখ।