নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় - একাব্বর হোসেন এমপি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, শনিবার, ৪ আগস্ট ২০১৮ | ৬৮৪

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেছেন নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। তাই এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করতে হবে।

তিনি শনিবার সকালে উপজেলার লতীফপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত ভাতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

লতীফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আব্দুল লতীফ, লতীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

এমপি একাব্বর হোসেন বলেন অতীতে এদেশে অনেক দর ক্ষামতায় এসেছে, অনেকেই এমপি হয়েছেন। এলাকার কি উন্নয়ন হয়েছে এবং মানুষের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে তা জনসাধারণ জানেন। এদেশে উন্নয়নের সূচনা করেছে আওয়ামীলীগ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আওয়ামীলীগকে আবার বিজয়ী করার আহবান জানান।

শনিবার লতীফপুর ইউনিয়নের ৬শ ৮০ জন ভাতা ভোগীর মধ্যে ৬ মাসের ভাতা ২৪ লাখ ৫০ হাজার টাকা বিতরন করা হয় বলে অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানিয়েছেন।