ভর্তি পরীক্ষায় প্রক্সি

কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীসহ আটক ৫

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৯:৩২ পিএম, শুক্রবার, ৩ আগস্ট ২০১৮ | ৪৪৮
 ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় পাঁচ জনকে আটক করা হয়েছে।

টাঙ্গাইলে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় পাঁচ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ আগস্ট) সকালে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভর্তি পরীক্ষায় আবেদনকারীর পরিবর্তে অন্যজন অংশ নেওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান (২২) ও ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার (২০) কে আটক করা হয়।

পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ি কেন্দ্রের বাইরে থেকে তাদের সহযোগী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মো. আশিকুর রহমান (২৩) ও মেহেদী হাসান (২০) কে আটক করা হয়। 

অপর দিকে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র থেকে আরেকজনকে আটক করা হয়েছে। পরে তাদের টাঙ্গাইল মডেল থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, টাঙ্গাইলে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৫১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রক্সি দেওয়ায় তিনজন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৬৯ জন পরীক্ষার্থী।