সারাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘ফিদা’


আগামীকাল শুক্রবার দেশজুড়ে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আমদানি করা কলকাতার ছবি ফিদা। ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মসের কাছ থেকে ছবিটি বাংলাদেশে আমদানি করেছে আরাধনা এন্টারপ্রাইজ।
ছবিটিতে অভিনয় করেছেন ইয়াশ, সানজানা ব্যানার্জি, অনিন্দ্য চ্যাটার্জি, আরজে সায়ান প্রমুখ। ছবির গান লিখেছেন প্রসেন। সংগীত পরিচালক অরিন্দম চ্যাটার্জি।
ফিদা ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বাসু। ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।