বাসাইল পূর্বপৌলী উচ্চ বিদ্যালয়ে “মা” সমাবেশ অনুষ্ঠিত

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০১ পিএম, বুধবার, ১ আগস্ট ২০১৮ | ৫৪৯

টাঙ্গাইলের বাসাইল উপজেলার পূর্বপৌলী উচ্চ বিদ্যালয়ে “মা” সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় এ বিদ্যালয়ের ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন করা হয়।

বুধবার (০১ আগস্ট) দুপুরে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাছান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান, সাধারণ সস্পাদক ওসমান গণি, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, জাইকা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় দুই শতাধিক ‘মা’ উপস্থিত ছিলেন। সমাবেশে বাল্যবিয়ের কুফল ও মাদক বিরোধী আলোচনা করা হয়। পরে বিদ্যালয়কে ডিজিটাল ক্যাম্পাস ঘোষণা করে এর সুফল সম্পর্কে আলোচনা ও শিক্ষার্থীদের মাঝে অর্ধবার্ষিক পরীক্ষার নম্বরপত্র বিতরণ করা হয়।