আমরা আধুনিক দেশ হিসেবে গড়ে উঠছি- সজীব ওয়াজেদ জয়


আমরা এখন আর দরিদ্র দেশ নই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমরা আধুনিক দেশ হিসেবে গড়ে উঠছি। এখন বঙ্গবন্ধু নাম মহাকাশে পাঠিয়েছি, কোনো সরকারই এই নাম মুছে ফেলতে পারবে না।
৩১ জুলাই মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ উদযাপন এবং বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের নামে বঙ্গবন্ধু স্যাটেলাইটের গাজীপুর ও বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন জয়।
স্যাটেলাইটের সুবিধা টেলিভিশনগুলো পাবে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, বিদেশি স্যাটেলাইট ভাড়ার জন্য প্রত্যেক বছর কোটি কোটি টাকা দিতে হয়। এখন সব সার্ভিস আমরা আমাদের স্যাটেলাইটের মাধ্যমে দিতে পারব।
স্যাটেলাইটের মাধ্যমে সারাদেশে ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে জানিয়ে জয় বলেন, বাংলাদেশের অনেক জায়গায় ফাইবার অপটিক দিয়ে ইন্টারনেট দেওয়া সম্ভব নয়। সেখানে আমরা স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট পৌঁছে দেব। দ্বীপাঞ্চলগুলোতেই আমরা ইন্টারনেট দেব।