চোরের লেবাসে ‘সরকারি কর্মকর্তা’

কখনো উত্তরা তো কখনো খিলগাঁও। রাজধানীজুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছিল প্রতারক চক্রটি। কখনো পরিচয় দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা পরিষদের সিনিয়র সচিবের ছেলে, কখনো বডিগার্ড আবার কখনো বনে যাচ্ছে সচিব।
এভাবেই বিভিন্ন মহলে মিথ্যা প্রভাব খাটিয়ে হাতিয়ে নিচ্ছিল বিপুল অর্থ। এমনই এক সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (পূর্ব) বিভাগের একটি দল।
Bisk Club
শনিবার রাতে ২১৩ নম্বর সবুজবাগ এলাকার ডরিক হাকিম টাওয়ারের সামনে থেকে একটি প্রাইভেট কারসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- মো. সাকিব, খন্দকার দিলদার আহম্মেদ ও মো. ইসমাইল হোসেন।
এ সময় তাদের কাছ থেকে এসএসএফ এর ব্যবহৃত অনুরূপ একটি জ্যাকেট, তিনটি ওয়ারলেস, তাদের নাম ও ছবিসহ প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশের দুইটি জাল অনুমতি পত্র, স্টিল বডির একটি খেলনা পিস্তল, একটি প্রাইভেট কার যার সামনের গ্লাসে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশের অনুমতির স্টিকার ও ড্যাসবোর্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভূয়া মনোগ্রাম স্ট্যান্ড রয়েছে।
ডিবি পুলিশের কাছে দেয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তাদের অপরাধের বর্ণনা। স্টিকার, জ্যাকেট, মনোগ্রাম ব্যবহার করে ‘সরকারি কর্মকর্তা’সেজে প্রভাব খাটিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়াই ছিল তাদের কাজ। তবে শেষ পর্যন্ত কাজে লাগেনি কোন ‘প্রভাব’। আপাতত সদলবলে তাদের ঠিকানা হাজতখানা।