কালিহাতীতে চারা বিতরন অনুষ্ঠান

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০২ পিএম, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | ৪২৩

টাঙ্গাইলের কালিহাতীতে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উপলক্ষে মেলার দ্বিতীয় দিনে চারা বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসার এ.এম শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।

চারা বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা ও এ.বি.এম নুরুল আলম খসরু, উপজেলা যুব উন্নয়ন কর্মর্কতা শাহজাহান রেজা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সিএ টু আবুল কালাম আজাদ।