নাগরপুরে ইনসেপশন সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৪ পিএম, সোমবার, ৩০ জুলাই ২০১৮ | ৪৮৩

টাঙ্গাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কার্যক্রমের ব্যপক প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক এক ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ইউনিসেফের সহযোগিতায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ সভার এর আয়োজন করে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন, বিশেষ অতিথি ছিলেন, মেডিকেল অফিসার ডা. প্রিয়াঙ্কা দাস।

অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিসেফ প্রতিনিধি ডা. জাহাঙ্গীর হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, যদুনাথ মডেল স্কুল এ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ, শহীদ শামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী মিয়া, থানা জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ প্রমূখ।