ডিআইজি চৌধুরী আব্দুল্লা আল-মামুন
প্রত্যেকের অবস্থান থেকে মাদক ও জঙ্গীর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে


ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লা আল-মামুন পিপিএম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়নে মাদক ও জঙ্গী বাঁধা হয়ে দাড়িয়েছে। যার যার অবস্থান থেকে জঙ্গী ও মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। কারও একার পক্ষে মাদক ও জঙ্গী নির্মূল করা সম্ভব নয়। প্রত্যেকের অবস্থান থেকে মাদক ও জঙ্গী বিরোধী বক্তব্য দিতে হবে। তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।
রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদক ও জঙ্গী বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বাসাইল পৌরসভার মেয়র মো. আব্দুল রহিম আহমেদ, গোপালপুরের উপজেলা চেয়ারম্যান ইউনুছ তালুকদার ঠান্ডু, ভূঞাপুরের উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, আইনজীবি হোসনে আরা আহমেদ বেবী, মাওলানা নুর উদ্দিন জামেলী, নাগরপুর কমিউনিটি পুলিশিং সদস্য সচিব সোজায়েত হোসেন, ধনবাড়ী পুলিশিং এর সভাপতি সামসুল হুদা প্রমুখ।