নন্দীগ্রামে

জাতীয় মৎস্য সপ্তাহের পুরস্কার বিতরন ও সমাপনি সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৭ পিএম, শনিবার, ২৮ জুলাই ২০১৮ | ৪৬৯

বগুড়ার নন্দীগ্রামে ৭ দিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরন ও সমাপনি সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রেষ্ঠ মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দিয়ে মৎস্য সপ্তাহের শেষ হয়।

শনিবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হালদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান একে আজাদ।

এসময় আরো বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ফজলুর রহমান, ক্ষেত্র সহকারী মো: নাহিদ হাসান, আব্দুর রাজ্জাক, সফল মৎস্য চাষী হেসেন আলী, আব্দুল ওহাব, মাহফুজার রহমান, গৌতম চন্দ্র প্রামানিক, মো: ইউনুছ আলী প্রমূখ। সভায় ৬ জন সফল মৎস্য চাষীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।