টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের

নৈশ প্রহরী নিখোঁজের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | ৬৯১

টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের নৈশ প্রহরী মো.হাসান আলীর নিখোঁজের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। ২৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ মো.আব্দুর রহমান, উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক এস এম আব্দুল আউয়াল, সহযোগী অধ্যক্ষ সমরেশ চন্দ্র পাল, সৈয়দ আব্দুর রহমান, মো. আব্দুস সামাদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) তরুন ইউসুফ, নিখোঁজ মো. হাসান আলী’র পিতা মিয়া চাঁন প্রমুখ।

এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারি সহ নিখোঁজের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। শিক্ষকবৃন্দ নৈশ প্রহরী মো.হাসান আলীকে দ্রুত খুঁজে বের করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান।

উলে­খ্য, গত ০৯ জুলাই হাসান আলীর ভাই হোসেন আলী বিদেশ চলে যায়। তার ভাইকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে দিয়ে ফিরে আসার পথে সে নিখোঁজ হয়। অনেক খোঁজা খোঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে ফোন নাম্বারটি বন্ধ বলে।

পরদিন তার প্রতিবেশী আত্মীয় ফোন করলে অজ্ঞাত এক লোক ফোন ধরে বলে দুই হাজার টাকা দিতে (০১৭৩৯৫৭৯২৫৮ পার্সোনাল) এবং পরবর্তীতে ০১৭৩৯৫৭৯২৫৬ নাম্বার হতে ছয় লক্ষ টাকা চাওয়া হয় না দিলে হাসান আলীকে হত্যা করা হবে।

এ ব্যাপারে নিখোঁজ হাসান আলীর মামা আজাহার উদ্দিন ঢাকা রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন যাহার জিডি নং ৪১০ এবং পৃথক ভাবে উত্তরায় র‌্যাব-১ ও টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার বরাবর অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ নৈশ প্রহরী হাসান আলী টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের চাকতা গ্রামের মিয়া চাঁনের ছেলে।