আবার 'কাছাকাছি' এলেন সৃজিত-স্বস্তিকা!


ফের 'কাছাকাছি' এলেন সৃজিত, স্বস্তিকা। অবাক লাগছে শুনে?
জানা যাচ্ছে, পরবর্তী সিনেমা ‘শাহজাহান রিজেন্সি’-র জন্যই এবার এবার ফের একসঙ্গে দেখা যাবে টলিউডের এই নামি পরিচালক এবং জনপ্রিয় অভিনেত্রী জুটিকে। আর সেই ছবিই এবার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করলেন সৃজিত মুখোপাধ্যায়।
সম্প্রতি মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’। টলিউডে 'উমা'-র প্রায় ৫০ দিন দমদার ব্যবসার পর এবার ‘শাহজাহান রিজেন্সি’-র প্রস্তুতি শুরু করেছেন সৃজিত মুখোপাধ্যায়।
এই সিনেমায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কেও। এখন দেখা যাক, এত বছর পর সৃজিত-স্বস্তিকা জুটি কতটা ‘ম্যাজিক’ দেখাতে পারে দর্শকদের সামনে।