বাড়ি থেকে পালিয়ে গেলেন সোনাক্ষী!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | ৫৭২

মুক্তি পেল ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’-র ট্রেলর। ডায়ানা পেন্টির জায়গায় এবার ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’-তে দেখা যাচ্ছে সোনাক্ষী সিনহাকে। অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিপরীতে রয়েছেন অভিনেতা জিমি শেরগিল।

‘হ্যাপি ফির ভাগ যায়েগি’-র ট্রেলরে দেখা যাচ্ছে, সোনাক্ষী সিনহাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে। সোনাক্ষীর অপহরণের পাশাপাশি বাতিল হয়েছে জিমি শেরগিলের বিয়ে। একবারে শেষ মুহূর্তে এসেই বাতিল হয়েছে জিমির বিয়ে। কোনওক্রমে অপহরণকারীকে চোখে ধুলো দিয়ে হ্যাপি অর্থাত সোনাক্ষী সেখান থেকে পালিয়ে যান। কিন্তু, হ্যাপি পালিয়ে যাওয়ার পর পরই জিমিকে অপহরণ করে গুন্ডারা।