উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে নৌকাকে বিজয়ী করতে হবে- ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, বুধবার, ২৫ জুলাই ২০১৮ | ১০০৩

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন শেখ হাসিনা সরকার টানা মেয়াদে ক্ষমতায় থাকার কারনে বাংলাদেশে আজ যে উন্নয়ন তা সকলে কাছেই দৃশ্যমান, কাজেই এই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার এ উন্নয়নে চিত্র তৃনমুল পর্যায়ে আমাদেরকেই পৌছে দিতে হবে।

তিনি আরোও বলেন বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি উদাহরন দেওয়া মত। আজ বাংলাদেশে মধ্যম আয়ের দেশ হিসাবে ইতি মধ্যেই বিশ্বে পরিচিতি লাভ করেছে। এসকল কিছুই সম্ভব হয়েছে কেবল মাত্র শেখ হাসিনা সরকারের কারণেই।

আজ ২৫শে জুলাই বুধবার বিকালে সূর্বনতলী খেলার মাঠে ৫নং ছিলিমপুর ইউনিয়ন পাকুল্যা হইতে সূর্বনতলী পাকা রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন মুকুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলছাজ্ব মোঃ শাহজাহান আনছারী,যুগ্ম সাধারন সম্পাদক,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ,বাবু সুভাষ চন্দ্র সাহা,সাংগঠনিক সম্পাদক,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ,আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খান,দপ্তর সম্পাদক,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ, মোঃ তোফাজ্জ্ল হোসেন খান তোফা,সাধারন সম্পাদক টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগ, মোঃ আব্বাস আলী,ভাইচ-চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল,খোরশেদ আলম সভাপতি ৫নং ছিলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ,মোঃ হুমায়ন কবীর শ্রম ও জনশক্তি বিষায়ক সম্পাদক সদর উপজেলা আওয়ামীলীগ,মোঃ ইব্রাহীম মিয়া সাধারন সম্পাদক ৫নং ছিলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।