শিবগঞ্জের মহাস্থানে সড়ক দূর্ঘটনায় নিহত-১


বগুড়ার শিবগঞ্জে নৈশ কোচের চাপায় ১ পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান মাছপট্টি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, মহাস্থান মাছ পট্রির সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক নৈশ্যকোচের চাপায় আমজাদ হোসেন(৬০) নামের এক পথচারী নিহত হয়। নিহত ব্যক্তির বাড়ি রায়নগর কাজিপুর গ্রামের মৃতঃ মোজাম হোসেনের ছেলে বলে জানা গেছে।
দূর্ঘটনার পর কিছুক্ষনের জন্য মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।পরে খবর পেয়ে হাই-ওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেন। এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি অাকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।