কৈশর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৪ পিএম, বুধবার, ২৫ জুলাই ২০১৮ | ৯১৬

টাঙ্গাইলের মির্জাপুরে কৈশর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক একদিনের এক (ইনসেফশন মিটিং) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।ইউনিসেফের সহায়তায় মির্জাপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস এই কর্মশালার আয়োজন করে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

কর্মশালায় মুল আলোচনা উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন লতীফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ভাওড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমুখ।

বয়সন্ধিকালে (১০-১৯) শিশু কিশোররা কি ধরনের স্বাস্থ্য সেবা পাবে এবং সেই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তাদের সাথে বন্ধুত্বপুর্ণ আচরন বিষয়ক বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।