প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা আজ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, শনিবার, ২১ জুলাই ২০১৮ | ৪৩০

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা আজ (শনিবার, ২১ জুলাই)। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে এই সংবর্ধনার। প্রধানমন্ত্রীর সংবর্ধনা জন-জোয়ারে রূপ নেবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসছে নির্বাচনে ভোটের মাঠেও আওয়ামী লীগ এ জোয়ারের প্রতিফলন ঘটাবে। গতকাল সকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে সরকারপ্রধানের নানা অর্জন, তাই শহর সেজেছে উদযাপনের সাজে।

আব্দুল্লাহপুর থেকে মতিঝিল, গাবতলী থেকে যাত্রাবাড়ী নগরীর প্রতিটি সড়কে শোভা পাচ্ছে মহাকাশ বিজয়, দেশের উন্নয়নশীল অভিযাত্রা, ডি-লিট ডিগ্রিসহ নেত্রী শেখ হাসিনার নানা অর্জনের রঙিন ফেস্টুন। সড়কে সড়কে তুলে ধরা হয়েছে সমৃদ্ধ আগামীর বাংলাদেশকে।

শেষ ধাপের কাজ চলছে গণসংবর্ধনাস্থল সোহারওয়ার্দী উদ্যানেও। এরই মধ্যে তৈরি হয়ে গেছে মূল মঞ্চ। বৃষ্টি থেকে বাঁচতে সামিয়ানা, গরমের কথা মাথায় রেখে রাখা হয়েছে বায়ু চলাচল ব্যবস্থা। পুরো মাঠকে একক প্যান্ডেলের নিচে এনে করা হয়েছে বড় পর্দার ব্যবস্থা। গণসংবর্ধনা উপলক্ষ্যে আলোকচিত্রের উদ্বোধন করে দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের বছরে আওয়ামী লীগরে জনসমর্থনের ইঙ্গিত দেবে এই সমাবেশ।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী যোগ দেবেন শনিবার বেলা ৩টার দিকে।