গুইমারায় মাছের পোনা অবমুক্তকরণ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


স্বয়ংসম্পর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদ্যাপন উপলক্ষে গুইমারা উপজেলা মডেল হাই স্কুলের পুকুরে বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১৯জুলাই) সকালে মৎস্য অধিদপ্তরের জলমহাল, প্লাবনভূমি, প্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করণ কর্মসূচির আওতায় এসব পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া গুইমারা মডেল হাই স্কুল পুকুরে রুই কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস কর্মকর্তা সুদৃষ্টি চাকমা সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বগুরা, বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ২নং হাফছড়ি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, বীর মুক্তিযুদ্ধি ম্রাসাথোয়াই বাবু, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন সহ প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেনঃ জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও দারিদ্র্য বিমোচনের খাগড়াছড়ি জেলায় গুরুত্ব অনেক বেশি। বর্তমানে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান ৪র্থ।
মাছ চাষে খাগড়াছড়ি সফলতা থাকলেও তা এখন নানাভাবে হুমকির মুখে পড়ছে। এ সকল সমস্যা সমাধানে আমাদেরকে এক সাথে কাজ করতে হবে তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। এর আগে পর্যায়ক্রমে জেলার নয়টি উপজেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।