কাতুলী ইউনিয়নে

তিনটি স্কুলে নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন- ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, সোমবার, ১৬ জুলাই ২০১৮ | ১১৪১

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে তিনটি স্কুলে নতুন ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

এসময় তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর বাংলাদেশের এই অর্জনকে রোল মডেল মনে করে বিশ্বের অনেক বড় বড় দেশ। অনেক ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্তও স্থাপন করেছে। বাংলাদেশে বিশ্বে একটি রোল মডেল হিসাবে আত্মপ্রকাশ করেছে।

কোন ক্ষেত্রে উন্নয়ন হয়নি রাস্তা ঘাট থেকে শুরু করে স্কুল কলেজ,বিদ্যুৎ, অর্থনীতি, দারিদ্র্য বিমোচন, নারী শিক্ষা, মাতৃ ও শিশুমুত্যর হার কমানো, তথ্যপ্রযুক্তির বিকাশ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মতো খাতে বাংলাদেশ অনেক বেশি অগ্রগতি অর্জন করেছে। আর এ সকল কিছুই সম্ভব হয়েছে শেখ হাসিনার ধারাবাহিক সরকারের জন্য।

আজ ১৬ ই জুলাই সোমবার দুপুরে ঝিনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন কালে তিনি এ সব কথো বলেন। এরপর তিনি কাতুলী শরিফুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চৌবাড়িয়া চকদই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন উপজেলা প্রকৗশলী টাঙ্গাইল সদর,তোফাজ্জল হোসেন খান তোফা, সাধারন সম্পাদক টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগ,মোঃ আব্বাস আলী,ভাইস- চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল, মোঃ ইকবাল হোসেন মিয়া, চেয়ারম্যান কাতুলী ইউনিয়ন,নায়েব আলী সরকার, সভাপতি কাতুলী ইউনিয়ন আওয়ামীলীগ, কদ্দুস মিয়া সাধারন সম্পাদক কাতুলী ইউনিয়ন আওয়ামীলীগ, সহ ইউনিয়ন আওয়ামীলীগ যবুলীগ, ছাত্রলীগ সহ সকল নেতৃত্ববৃন্দ।