টাঙ্গাইলে ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ এএম, সোমবার, ১৬ জুলাই ২০১৮ | ৫৫১

টাঙ্গাইলে ১০০ পিস ইয়াবা, ২ গ্রাম হিরোইন ও ২ টি মোবাইলসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব । গ্রেফতারকৃত আসামী হচ্ছে টাঙ্গাইল সদরের গালা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মোসলেম উদ্দিন (৩২)।

টাঙ্গাইল র‌্যাব-১২ সূত্র জানায়, রবিবার ১৫ জুলাই বিকালে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার সদরের গালা গ্রাম থেকে অভিযান পরিচালনা চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদ করলে জানান, সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা ও হিরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার শহর এলাকাসহ অন্যান্য এলাকায় মাদক বিক্রি করে আসছে।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।