‘আমাদের দুই দেশের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে’- রাজনাথ সিং

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, রোববার, ১৫ জুলাই ২০১৮ | ৫৭৪

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘আমাদের দুই দেশের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অমীমাংসিত অনেক সমস্যাই আমাদের আলোচনায় ঠাঁই পেয়েছে।  রোহিঙ্গা সমস্যাতেও আমরা যে ধারাবাহিক কাজ করে যাচ্ছি তা নিয়েও কথা হয়েছে।’ 

রোববার (১৫ জুলাই) বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে তিনি একথা বলেন।

সকাল সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে ভারতের প্রতিনিধি দলের সদস্য ছাড়াও বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত ভ্রমণ ব্যবস্থাপনা চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে দুই দেশের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। এছাড়া বঙ্গবন্ধুর পলাতক দুই খুনিকে ভারত থেকে ফিরিয়ে দেয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তারাও যে সমস্ত আশঙ্কার কথা আমাদেরকে জানাচ্ছেন জঙ্গি নিয়ে, আমরাও যেমন আমাদের দেশে এসব প্রশ্রয় দেই না, তারা সেজন্য সন্তোষ প্রকাশ করে গেছেন। তারা রোহিঙ্গাদের জন্য সহযোগিতা করবেন বলেও জানিয়ে গেছেন।’

এর আগে, রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন রাজনাথ সিং। সেখানে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বীদের ভালবাসায় সিক্ত হন তিনি। পরে কিছু সময় প্রার্থনা করেন রাজনাথ সিং।

এদিকে, সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ফুল দেয়া শেষে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন। তিন দিনের সফর শেষে বিশেষ বিমানে দুপুর একটায় দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাজনাথ সিং।