নিকের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রিয়াংকা


বয়ফ্রেন্ড নিক জোনাসকে নিয়ে যেদিন নিজের দেশের মাটিতে পা রাখলেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, সেদিন থেকেই শুরু নানা কথা আর গল্প গুঞ্জনের। বিশেষ করে তাদের সম্পর্ক নিয়ে যে কৌতূহলী বক্তব্য এতদিন ধরে সবখানে ঘোরাফেরা করেছে, তা শুধু চুপটি মেরে শুনেই গেছেন প্রিয়াংকা, কোনো মন্তব্য করেননি। এবার নিকের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে একটু নড়েচড়ে বসেছেন এ অভিনেত্রী। সংবাদ মাধ্যম পিপল বলছে, এবার প্রিয়াংকা নিক ও তার সম্পর্ক নিয়ে এমন কিছু বলেছেন, যা এর আগে কখনই তিনি প্রকাশ করেননি।
গেল বৃহস্পতিবার এক নৈশভোজ অনুষ্ঠানে অংশ নিয়ে শুরুতে নিককে সঙ্গী করে প্রিয়াংকা তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা পরস্পর পরস্পরকে জানছি এবং আমি মনে করি, তার সঙ্গে এবারকার সফর ছিল আমার জন্য দারুণ এক অভিজ্ঞতার।’ তিনি আরো জানিয়েছেন, ভারত সফর নাকি তাদের দুজনার সম্পর্ক আরো অনন্য মাত্রায় নিয়ে গেছে। ‘এটা সত্যিই দারুণ। সে চমৎকার কিছু সময় কাটিয়েছে’— বলেন প্রিয়াংকা।
গেল মাসের শেষের দিকে প্রিয়াংকা ও নিক ভারতে ছুটি কাটাতে আসেন। এ সময় নিক প্রিয়াংকার মা মধুর সঙ্গেও পরিচিত হয়েছেন। এবং আকাশ আম্বানির বিবাহ-পূর্ব আয়োজনসহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যেখানে পরস্পরের হাত ধরে চলতে দেখা গেছে তাদের। সর্বশেষ প্রিয়াংকা ও নিকের হাতে স্বর্ণের আংটি দেখা গেছে। এর পরই মূলত বেশির ভাগ লোকজন ধরে নিয়েছে, বেশিদিন বাকি নেই নিক-প্রিয়াংকার বিয়ের পিঁড়িতে বসতে।
উল্লেখ্য, দীর্ঘসময় পর প্রিয়াংকা চোপড়া বলিউডে আবার কাজ শুরু করছেন। ছবি দুটো যথাক্রমে সালমান খানের ‘ভারত’ ও নির্মাতা সোনালি বসুর ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।