আসিফ আকবরের সর্বনাশ হল


বাংলা সঙ্গীতের রাজপুত্র আসিফ আকবর এখন নিয়মিতই গান গাইছেন।
স্বাচ্ছন্দ্যে কাজ করে বছরটা নিজের মতো করে নিতে যেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এ সঙ্গীত তারকা। স¤প্রতি প্রকাশিত ‘আগুন’, ‘কি করে তোকে বোঝাই’ শিরোনামের তার কণ্ঠে কয়েকটি গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। সে ধারাবাহিকতায় এবার আসিফের কণ্ঠের নতুন গান ‘সর্বনাশ হল’।
রাজিব আহমেদের কথায় ও শাহরিয়ার রাফাতের সুর-সঙ্গীতে গানটি নিয়ে আশাবাদী তিনি। এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘রাফাতের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। রাজীবের লিরিকেও ব্যাপক নতুনত্ব থাকে সবসময়।
তাছাড়া, গান হিট হল কিনা, ভিউ বেশি কিনা সেসব নিয়ে কখনই আমি চিন্তিত নই। গানের শব্দ চয়ন বা গানের মান কেমন সেটি আসল বিষয়। এগুলো ঠিক থাকলে গানটি শ্রোতাদের মনে বেঁচে থাকে। এটি এমন একটি গান।
আশা করছি গানটি সবার ভালোলাগবে।’ স¤প্রতি এআরবি এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটির লিরিক্যাল ভিডিও। এছাড়া আরও কিছু নতুন গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ তারকা।