পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণে নিহত ৮৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ এএম, শনিবার, ১৪ জুলাই ২০১৮ | ৩৯৪

পাকিস্তানের বেলুচিস্তানে একটি নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১২০ জন।

শুক্রবার (১৩ জুলাই) বিকেলের এ বিস্ফোরণে বেলুচিস্তান আওয়ামী পার্টি -বিএপি'র প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানী নিহত হয়েছেন বলে জানা গেছে। সিরাজ রাইসানী বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানীর ছোট ভাই। এদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় বান্নু শহরে আলাদা একটি নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩২ জন। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।

এর আগে, গত মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ারে অপর একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় দেশটির বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন বিলারসহ ২১ জন নিহত হন।  আহত হন অর্ধশতাধিক। দেশটিতে আগামী ২৫ জুলাই পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে, এক সপ্তাহের ব্যবধানে তিনটি হামলা চালানো হলো।