পুজা চলাকালীন সার্বক্ষনিক মাঠে থাকবে পুলিশ


শারদীয় দুর্গা পুজা চলাকালীন পুলিশ বিভাগের সদস্যরা সার্বক্ষনিক মাঠে থাকবে বলে জানালেন মির্জাপুর থানার অফিসার্স ইসচার্জ এ কে এম মিজানুল হক।
বুধবার মির্জাপুর কলেজ ভবানী প্রসাদ মিলনায়তনে মির্জাপুর থানা কর্তৃক আয়োজিত দুর্গা পুজার প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন মাদকই হচ্ছে সকল অপকর্মের মুল। এই মাদক নিয়ন্ত্রন করতে পারলে শুধু দুর্গা পুজা নয় সকল উৎসবই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করা সম্ভব। সকলের সহযোগিতা পেলে পুজা মÐপ এলাকা সহ মির্জাপুর উপজেলাকে মাদক মুক্ত করা হবে বলে তিনি আশা করেন।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন, মির্জাপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেষ চন্দ্র পুলক, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি আতুল প্রসাদ পোদ্দার, সাধারণ সম্পাদক পিযুষ কান্তি নন্দ,মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, কুমুদিনী হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার, মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান, প্রবীর কুমার সাহা প্রমুখ।
সভায় বিভিন্ন পুজা কমিটির সভাপতি ও সম্পাদকরা বিভিন্ন সমস্যা তুলে ধরে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ সদস্য মোতায়েনের দাবি জানান।
উল্লেখ্য, এ বছর সর্বশেষ হিসাব মতে মির্জাপুর পৌরসভায় ৪৫টি মন্ডপসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ২১৯টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে