খালেদার মুক্তির দাবীতে টাঙ্গাইলে ছাত্রদলের একাংশের বিক্ষোভ

মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৩ পিএম, বুধবার, ১১ জুলাই ২০১৮ | ৪৫৬

বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপির) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ সারাদেশে গ্রেফতারকৃত ছাত্রদল নেতা কর্মীদের নি:শর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদলের একাংশ।

বুধবার সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মিরা এসে সমবেত হয়। পরে মিছিলটি বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পরে। এসময় নেতা কর্মিরা পৌর উদ্যানে পথসভার আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সমাজকল্যান বিষয়ক সম্পাদক এম. এ বাতেন, সহ-সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, সহ-আপ্পায়ন বিষয়ক সম্পাদক এস.এম সাদেকুর রহমান আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা রাশেদ সিদ্দিকী, আরিফ, আল আমিন, সজিব সাইফ, সোলাইমানসহ টাঙ্গাইল জেলা ছাত্রদলের একাংশের নেতৃবৃন্দ।