অরিজিতের গানে শুভ-মাহির রসায়ন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭ | ৪৪৬

অন্তর্জালে উন্মুক্ত হয়েছে আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ‘টুপটাপ’ গানটি। এর আগে গানটির ‘টুপটাপ, খুব চুপচাপ/আমি জানি একা নদী, অভিমানী তার চোখ/সাবধানে থাকি যদি, কথা নয় নাই হোক/পারি না, ছাড়ি না, পারি না, পারি না, এ বোবা ঠোঁটে থাক’ এ পর্যন্ত প্রকাশিত হয়েছিল। আগ্রহী দর্শকরাও পুরো গানটির জন্য এতদিন অপেক্ষায় ছিলেন।


অপেক্ষার প্রহর শেষে গতকাল পুরো গানের ভিডিওটি প্রকাশ করেছে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা সংশ্লিষ্টরা। এ গানের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের গানে প্রথম কণ্ঠ দিলেন অরিজিৎ। তার সঙ্গে গেয়েছেন সোমলতা আচার্য।


কলকাতার অনিন্দ্য চট্টোপাধ্যায়ের লেখা এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অরিন্দম।

রোমান্টিক ঘরানার এ গানের দৃশ্যায়ন হয়েছে মালয়েশিয়ার সমুদ্রসৈকতে। এর নৃত্য পরিচালনা করেছেন সুমন রহমান।

দীপঙ্কর দীপন পরিচালিত এ সিনেমায় শুভ-মাহি ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ।

চিত্রনাট্য রচনা করেছেন গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ার। ৬ অক্টোবর ঢাকাসহ সারাদেশে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।