ঝিনাইগাতীতে সন্ত্রাস নাশকতা প্রতিরোধ ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫১ পিএম, সোমবার, ৯ জুলাই ২০১৮ | ৪১৪

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১১জুলাই সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে সন্ত্রাস, নাশকতা, প্রতিরোধ ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা সহকারী কমিশনার ভুমি রাসেদুল হাছানের সভাপতিত্বে সন্ত্রাস নাশকতা প্রতিরোধ ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির কার্যকরি সম্মানিত সদস্যগণের মধ্যে বিস্তারিত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, ঝিনাইগাতী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা জাসদ সভাপতি মিজানুর রহমান, জাসদ সাধারণ সম্পাদক এ,কে, এম ছামেদুল হক, ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম খলিলুর রহমান,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারঃ) প্রধান শিক্ষক আব্দুল হামিদ,উপজেলা প্রাথমিক শিক্ষা (ভারঃ) কর্মকর্তা রশিদা বেগম, বর্ডার গার্ড বাংলাদেশ নকসি বিজিবি’র কোম্পানী কমান্ডার সাহজাহান মিয়া, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চান, চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, জহুরুল হক ও ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি এম.খলিলুর রহমান প্রমুখ।