আবুবকর খান ভাসানীর ৫ম ওফাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা


মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের কনিস্ট পুত্র আবুবকর খান ভাসানীর ৫ম ওফাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
খোদাই খেদমতগার, ন্যাপ ভাসানী, মওলানা ভাসানীর কৃষক সমিতির সহযোগীতায় ও আবুবকর ভাসানীর ভাসানী মেমোরিয়াল ফাউুন্ডেশনের সৌজননে। গত ১৮ সেপ্টেম্বর সকালে উক্ত সংগঠন সমূহ ও ভক্তবৃন্দরা তাদের নেতা হাশরত খান ভাসানী ও আজদ খানা ভাসানীর নেতৃত্বে তাদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সারাদিন জিকির আজগার, পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
সন্ধ্যায় খোদাই খেদমতগারের, সভাপতি ও ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানীর সভাপতিত্বে ওস্বাগত ভাষন দিয়ে শুরু হয় এই আনুষ্ঠান। তিনি তার ভাষণে বলেন তার পিতা আবু বকর খান ভাসানী, তার দাদা মওলানা ভাসানীর আদর্শে মজলুম খেটে খাওয়া মানুষের কথা বলেছেন।
তিনি তার আদর্শের ছায়াতলে হাজার হাজার ভক্ত মুরিদানদের আশ্রয় দিয়েছেন। আমরা হুজুর ভাসানী ও তার সন্তান আবু বকর ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আজ নির্যাতিত নিপিরিত আরকান রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে।
তিনি মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি কে হুসিয়ারি দিয়ে বলেন আর একটি মুসলমানের রক্ত ঝরলে আমরা আর বসে থাকবো না। ফারাক্কা লংমার্চের মত মায়ানমার অভিমুখে লংমার্চ করবো।
ভাসানী কৃষক সমিতির সভাপতি আজাদ খান ভাসানীর চৌকস উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হক কথা পত্রিকার সম্পাদক সৈয়দ ইরফানুল বারী, মওলানা ভাসানীর কৃষক সমিতির উপদেষ্টা, মানবাধীকার, পরিবেশবাদী ওসমাজ কর্মী, সাংবাদিক রতন আহমেদ সিদ্দিকী, মাওলানা ভাসানীর দরবার শরিফের সাধারন সম্পাদক মো. সেলিম খান, মুরিদান সংঘের সাধারন সম্পাদক আবু সাঈদ আজাদ সহ মাওলানা আব্দুল আলীম, শেখ মো, আইয়ুব আলী, ডা. আ. করিম. আসিম উদ্দিন প্রামানিক, আ. গফুর সিকদার প্রমুখ ।