টাঙ্গাইলে গণসমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | ১২১৯

মায়ানমারে রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যা, নির্যাতন বন্ধ ও বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফিড়িয়ে নেয়ার দাবীতে গণসমাবেশ ও গন মিছিল করেছে কওমী ওলামা পরিষদ ও ইমাম-মোয়াজ্জিন পরিষদ।

সোমবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জামিলুর রহমান মিরন।

কওমী ওলামা পরিষদের সভাপতি মওলানা আব্দুল আজীজের সভাপতিত্বে সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মওলানা ও মুফতীগণ সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তরা মায়ানমারের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন ও গণহত্যা বন্ধ করতে এবং বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থীদের নিজ দেশে ফেরত নিতে উদ্যোগ নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহŸান জানান।

পরে একটি গন মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে।