পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৮৮ লাখ টাকা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, রোববার, ৮ জুলাই ২০১৮ | ৪৩০

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে  ৮৮ লাখ ২৯ হাজার ১৭ টাকা পাওয়া গেছে। তিন মাস পর শনিবার( ৭ জুলাই) বিকেলে মসজিদের দানবাক্সে জমা থাকা অর্থ ও স্বর্ণালংকারের হিসাব করা হয়।  দান হিসেবে অনেক বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।  
 
জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে শনিবার(৭ জুলাই) সকালে পাগলা মসজিদের পাঁচটি দানবাক্স খোলা হয়। টাকা গণনার কাজ তদারক করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইন, জ্যেষ্ঠ নির্বাহী হাকিম আবু তাহের মো. সাঈদ। 

এ সময় সিন্দুক খোলা কমিটির সদস্যরা ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং সার্বক্ষণিক দায়িত্বরত কর্মচারীরা উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ নির্বাহী হাকিম আবু তাহের মো. সাঈদ জানান, এবার ৮৮ লাখ ২৯ হাজার ১৭ টাকা পাওয়া গেছে। দানবাক্সের টাকা ব্যাংকে জমা করে রাখা হবে।

মসজিদের এই আয় থেকে ওই মসজিদ ও মসজিদসংলগ্ন এতিমখানার খরচ ছাড়াও বিভিন্ন মসজিদের উন্নয়নমূলক কাজ, দরিদ্র রোগীদের চিকিৎসাসহ নানা সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়ে থাকে বলে জানিয়েছেন মসজিদ কমিটির কর্তৃপক্ষ।