প্রত্যেক মানুষ সুন্দর, উন্নত জীবনযাপন করবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ সরকার। খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের সকল পর্যায়ের নাগরিকদের পরিকল্পনা অনুযায়ী নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার। তিনি বলেন, সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী, কে কোন দলের তা বড় বিষয় নয়।
বৃহস্পতিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই কাউন্সিলরদেরও শপথ বাক্য পাঠ করান তিনি। নব নির্বাচিত জনপ্রতিনিধিদের দল, মত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক মানুষ সুন্দর, উন্নত জীবনযাপন করবে। সবাই অনেক ভালো থাকবে। আমরা উন্নত চিকিৎসা দিচ্ছি। হাসপাতাল থেকে শুরু করে সব রকম সুচিকিৎসার ব্যবস্থা আমরা করেছি। এছাড়া শ্রমিকদের বেতনও বৃদ্ধি করে দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘মানুষের সুখের জন্য যেসব কাজ করে যাচ্ছি, সে প্রেক্ষিতে আপনারা দলমত নির্বিশেষে খুলনাবাসীর জন্য কাজ করে যাবেন।’