বাগাতিপাড়া পেড়াবাড়িয়া মডেল সরকারী

প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ বন্ধে আদালতের নিষেধাজ্ঞা

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৬ পিএম, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮ | ৪১৩

নাটোরের বাগাতিপাড়া পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ বন্ধে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়েছে।

সূত্রে জানা যায়, বাগাতিপাড়ায় পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাগাতিপাড়া ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেড নিজস্ব সম্পত্তি রয়েছে। সমিতির জমি নিয়ে বিরোধে ২০১৭সালে সমিতি কর্তৃপক্ষ বাদি হয়ে আদালতে মামলা করেন।

মামলা নং ৮২/১৭। সম্প্রতি বিবাদমান ওই সম্পত্তির প্রায় ১৫ শ’বর্গফুট জায়গা দখল করে বাগাতিপাড়ায় পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাচীর নির্মান শুরু করে অভিযোগ করেন সমিতির সেক্রেটারী আব্দুল বারী। পরে গত ২৮জুন বাগাতিপাড়া সহকারী জজ আদালত নির্মাণাধীন ওই কাজ বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিনুল হক জানান, ‘ শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে লেখাপড়া করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৩ হতে প্রাপ্ত প্রায় ১৮লাখ টাকা বরাদ্দ হয় বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য। সরকারী নিয়মানুযায়ী সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণও করা হয়। তবে বিদ্যালয়ের পাশের জমি বাগাতিপাড়া ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর করা মামলায় আদালতের জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞা হাতে পাওয়ায় আমি আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রাচীর নির্মাণ কাজ সাময়িক বন্ধ রাখতে উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো এবং ঠিকাদারকে লিখিতভাবে জানাই।’

বাগাতিপাড়া ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর সেক্রেটারী আব্দুল বারি দাবি করেন,‘পেড়াবাড়ীয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় আমাদের সমিতির নিজস্ব জমির প্রায় ১৫ শ বর্গফুট জায়গা দখল করে । পরে সমিতির পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। সম্প্রতি সেই জমিতে স্থায়ীভাবে বাউন্ডারী ওয়াল নির্মান শুরু করলে গত ২৮জুন বাগাতিপাড়া সহকারী জজ আদালত তা বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ’