টাঙ্গাইলে ৪০পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, রোববার, ১ জুলাই ২০১৮ | ২৩০০

টাঙ্গাইলে ৪০পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। অাজ বিকালে টাঙ্গাইল থানার শহরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী টাঙ্গাইল এর দক্ষিণ পাশে স্টেডিয়াম মার্কেটের ২য় তলায় সিড়ির সামনে অভিযান পারচালনা করে তাদেরকে গেপ্তার করে টাঙ্গাইল র‌্যাব ১২।  এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ৪ টি মোবাইল ফোনসহ উদ্দার করেন। 

গ্রেফতার কৃত আসামীরা হলেন  জীবন চন্দ্র দাস (৩৫), পিতাঃ নারায়ন চন্দ্র দাস ২। মোঃ তোফাজ্জল হোসেন (২৭), পিতাঃ মোঃ আব্দুর রাজ্জাক ৩। মোঃ তোহিদ লিখন (২৮), পিতাঃ মোঃ বাদল আকন্দ।এরা সকলেই টাঙ্গাইল সদর থানার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায় আসামীগণদের জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে।

আসামীগণ টাঙ্গাইল জেলার সদর এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

এ সংক্রান্তে জেসিও-৮১৯৫ ডিএডি মোঃ নাজিম উদ্দিন, র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল বাদী হয়ে উদ্ধারকৃত মালামাল সহ গ্রেফতারকৃত আসামীগণদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।