ধনবাড়ীতে মা সমাবেশ অনুষ্ঠিত

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৯:৩৯ এএম, রোববার, ১ জুলাই ২০১৮ | ৪৯১

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়নে কমিউনিটি ভিত্তিক প্রকল্প (আইইসিএমএনসিএইচ) এর অধীনে ৩০ জুন শনিবার সকালে বলিভদ্র ইউনিয়ন পরিষদ হল রুমে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর বাস্তবায়নে এবং ইউনিসেফ ও কোইকা এর সহযোগিতায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের উপ-সচিব টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল। বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুরুজ্জামান লিন্টু এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মো. ফেরদৌস, ডেপুটি ডিস্ট্রিক কো-অর্ডিনেটর আক্তারুল আলম, এমআইএস অফিসার রায়হানুল ইসলাম বিপ্লব, উপজেলা কো অর্ডিনেটর সালাহ্উদ্দিন ভূঁইয়া, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক কামরুল হাসান এবং জেলা ব্রাক প্রতিনিধি মুনীর হোসাইন খান প্রমুখ।

এছাড়া এসময় প্রায় শতাধিক গর্ভবতী মা উপস্থিত ছিলেন। গর্ভকালীন সময়ে সেবা গ্রহন করা এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করার ব্যাপারে সমাবেশে গর্ববতী মায়েদেরেকে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও বিনামূল্যে প্রত্যেক গর্ভবতী মায়ের রক্তের গ্রপ, হিমোগ্লোবিন, ডায়াবেটিকস ও এএনসি চেক আপ করানো হয়।