ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে উন্নয়ন ও গরীব এতিমদের জি-আরের বিশেষ বরাদ্দ


টাঙ্গাইল সদর উপজেলা ৮টি ইউনিয়ন ও টাঙ্গাইল পৌরসভার ১২টি ওয়ার্ডের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ও এতিমখানা এবং মন্দির সমূহের উন্নয়ন ও গরীব এতিমদের মাঝে জি-আর (খাদ্য শস্য ) বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে।
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর- ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন উপস্থিত থেকে এ বিশেষ বরাদ্দ জি-আর (খাদ্য শস্য ) সমপরিমান নগদ অর্থ সকলের হাতে তুলে দেন।
আজ শনিবার ৩০ জুন দুপুরে শহরের সংসদ সদস্য এর পারদিঘুলীয়া নিজ বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য করা নতুন কার্যালয় তৃনমূল ভবনে এ জি-আর (খাদ্য শস্য ) সমপরিমান নগদ অর্থ তুলে দেন।
ধর্মীয় প্রতিষ্ঠান গুলো হচ্ছে ঘারিন্দা ইউনিয়নের দরুন ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা,পয়লা ( আঃ জব্বার)মুন্সীর মাজার বার্ষিক ওরশ শরীফ,করটিয়া ইউনিয়নের গোসাইবাড়ী কুমুল্লী নূরে মদিনা হাবিবীয়া মাদ্রাসা ও এতিমখানা, টাঙ্গাইল পৌরসভার পঃ কাগমারা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা,সাকরাইর মধ্যপাড়া কালি মন্দির বার্ষিক লীলা কীর্ত্তন,বেগম হোসনেআরা কওমী মাদ্রাসা আবাসিক গরীব ছাএীদের খাবার পরিবেশন,কাগমারা গোরস্থান রওজাতুল জান্নাত নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,দেওলা গোরস্থান জামে মসজিদ মাদ্রাসা ও এতিমখানা,বোয়ালী মাদ্রাসা ও এতিমখানা, বাজিতপুর জামিয়া মাহমুদিয়া হাঃ মাদ্রাসা ও এতিমখানা,বাজিতপুর আঃ গফুর মোল্লা হাঃ মাদ্রাসা ও এতিমখানা, আদিটাঙ্গাইল তারিমুল কোরআন হাঃ মাদ্রাসা ও এতিমখানা, দিঘুলীয়া পশ্চিম পাড়া ঈদগাহ্ মাদ্রাসা ও এতিমখানা,বেবিস্ট্যান্ড কেন্দ্রয়ী গোরস্থান নুরনীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,সাকরাইল দারুর কোরআন নুরনীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কাজিপুর বাগে মদিনা নুরনীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, অলোয়া ভবানী শাখারীপাড়া লীলা কীর্ওন অনুষ্ঠান, গালা ইউনিয়নের সদুল্লাপুর নাট মন্দির বার্ষিক লীলা কীর্ওন অনুষ্ঠান, কাকুয়া ইউনিয়নের ওমরপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, খাস কাকুয়া ( হাট খোলা ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কাতুলী ইউনিয়নের কাতুলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, রশিদপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা মধ্যপাড়া নূরে মদিনা নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, গালুটিয়া মেহেরুননেছা জেরাতুননেছা মাদ্রাসা ও এতিমখানা, দাইন্যা ইউনিয়নের সাপুয়া কাদেরীয়া তোয়েবীয়া তাহেরীয়া ফোরকানীয়া মাদ্রাসা ও এতিমখানা, বাঘিল ইউনিয়নের ফৈলার ঘোনা পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, পশ্চিম বিল মুড়িল ফোরকানীয়া মাদ্রাসা ও এতিমখানা, মধ্য বিল মুড়িল এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা, গাগরজান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
এসময় আরোও উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম খান প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ টাঙ্গাইল চেয়ারম্যান, মোঃ সোহাগ হোসেন চেয়ারম্যান বাঘিল ইউনিয়ন, মজনু চৌধুরী চেয়ারম্যান করটিয়া ইউনিয়ন,শহর আওয়ামীলীগের নেত্ববৃন্দ সহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল আওয়ামীলীগের নেত্ববৃন্দ।