কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের আহবায়ক কমিটি গঠন

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭ পিএম, শনিবার, ৩০ জুন ২০১৮ | ৫৫০

টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের শ্যামল সাহা কে আহবায়ক, সিনিয়র যুগ্ম-আহবায়ক বাউল কানাই দাস সরকার, যুগ্ম আহবায়ক সুজন বাউল এবং বাউল শাহ আলম সরকার কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বিকেলে খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সাধু সংঘ সাংস্কৃতিক জোটের সভাপতি আল কামাল হোসাইন রতনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শুভ্র মজুমদারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম, টাঙ্গাইল জেলা বাউল শিল্পী সমিতির সভাপতি সুনীল দাস সরকার, লালন শিল্পী লিজু বাউলা, টিভি অভিনেতা সুজন রাজা, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, কেন্দ্রিয় সাধু সংঘের সকল সাধুবৃন্দ, কেন্দ্রিয় সাধু সংঘের আহবায়ক হরিমোহন পাল, সদস্য সচীব রেজাউল করিম তালুকদার প্রমূখ। সাধু সংঘ সাংস্কৃতিক জোটের পূর্বের পূর্নাঙ্গ কমিটি বাতিল করে আরোও শক্তিশালী করার লক্ষে এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।