টাঙ্গাইলে বনজদ্রব্য পরিবহন বিধিমালা সম্পর্কিত মত বিনিময় সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:১১ পিএম, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | ৫০৫

টাঙ্গাইলে বন বিভাগের উদ্যোগে “বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১১” সম্পর্কিত মত বিনিময় ও প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন মঙ্গলবার সকালে টাঙ্গাইল বন বিভাগের মিলনায়তনে দিন ব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া।

এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, বন অধিদপ্তরের উপ-বন সংরক্ষক মো. মাসুদ রানা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ খান। এসময় সরাকরি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং কাঠ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা “বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১১” এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।