সাগরদীঘি ইউনিয়নের চেয়ারম্যানের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | ৪৩১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত নবনির্বাচিত চেয়ারম্যান মো. হেকমত সিকদার শপথ গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভূ রাম পাল, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচারক মো. আব্দুল হামিদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি কামনাশীষ শেখরসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৯ মার্চ ঘাটাইল উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগের রাতে সাগরদীঘি ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে নির্বাচনি সহিংসতায় পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়।

এ ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট গ্রহণ সেদিন স্থগিত করেছিলো। পরে ১৫ মে ওই কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই হাজার ১৪৫ ভোটের মধ্যে এক হাজার ২০৬ ভোট পায় মো. হেকমত সিকদার। সে সর্বমোট তিন হাজার ৯৮৫ ভোট পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়।