মির্জাপুরের আজগানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবন পরিত্যাক্ত

দশ বছর যাবত টিনের ঘরে চলছে স্বাস্থ্য সেবা

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৯ পিএম, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ১০৭৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মুল ভবনটি দশ বছর যাবত পরিত্যাক্ত ঘোষনা করা হলেও নতুন ভবন নির্মাণ হচ্ছেনা।ঝুকিপুর্ণ অবস্থায় পাশেই একটি টিনের ঘরেই চলছে স্বাস্থ্য সেবার কাজ।

জানা গেছে উপজেলার আজগানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটির মুল ভবন জড়াজীর্ণ হওয়ায় গত দশ বছর পূর্বে পরিত্যাক্ত ঘোষনা করা হয়।১৯৮১ সালে নির্মিত ওই ভবনটি ২০ থেকে ২৫ বছরেই জড়াজীর্ন হয়ে পড়ে। স্থানীয়র অবশ্য বলছে নি¤œমানের কাজের ফলে ভবনের এই জীর্ণ দশা তৈরী হয়েছে। বিকল্প হিসেবে পাশেই একটি টিনের ঘর তৈরী করা হয় স্বাস্থ্য সেবা চালু রাখতে।

আজগানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নিয়োজিত সাব এ্যাসিস্ট্যান্ড কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রনজিত তরফদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন গত সাড়ে চার বৎসর যাবত টিনের ঘর থেকেই স্বাস্থ্য সেবা দিচ্ছি।নরমাল ডেলিভারী সহ অনেক কাজই করতে পারছিনা। তাছাড়া আবাসিক থাকতে পারলে আরো বেশি স্বাস্থ্য সেবা প্রদান করতে পারব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন ভবনটি জড়াজীর্ণতার কারনে ১০/১৫ বছর পূর্বে পরিত্যাক্ত ঘোষনা করেছে স্থানীয় প্রকৌশল অদিদপ্তর। স্বাস্থ্যসেবা যাতে বিঘিœত না হয় সেজন্য পাশেই একটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে। এখান থেকেই ভালভাবেই স্বাস্থসেবা প্রদান করা হচ্ছে।