মির্জাপুরে অবহিতকরন সভা


২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতস্ক রোগ নির্মুলের লক্ষ্যে টাঙ্গাইর জেলায় কুকুরের টিকাদান কার্যক্রম ২০১৮ এর অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জামুর্কীস্থ মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিকেশন ডিজিজ কন্ট্রোল (সডিসি) আয়োজিত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহারিয়ার সাজ্জাতের সভাপতিত্বে অন্যদের মধ্যে সভায় বক্তৃতা করেন সিডিসির ভেটেরিনারি অফিসার ডা. ফেরদৌস রহমান, এমওডিসি ডা. বাবুল আকতার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সাইফ উদ্দিন আহমেদ, এমডিভি সুপারভাইজর ওয়াসীম রায়হান চৌধুরী, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুলী রুবেল, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, বহুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুছ সামাদ মিয়া, ভাওড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদসা মিয়াস প্রমুখ।
আগামী ৮ জুন থেকে মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে কুকুরকে ভ্যাকসিন দেয়া হবে বলে অবহিতকরন সভায় জানানো হয়।