করটিয়া সাদ’ত কলেজে পুনর্মিলনীর উদ্দেশ্য

টাঙ্গাইলের শিক্ষা ও সংস্কৃতির পরিবর্তন আনা- আব্দুল লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, রোববার, ৩ জুন ২০১৮ | ৫৬৯

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দকী বলেছেন,“ করটিয়া সাদ’ত কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে পুনর্মিলনীর উদ্দেশ্য হচ্ছে টাঙ্গাইলের শিক্ষা ও সংস্কৃতির পরিবর্তন আনা। এই জন্য সকলের সহমতের মাধ্যমে একটি প্লাট ফর্ম তৈরি করা দরকার।

তিনি ৩ জুন রবিবার সন্ধ্যায় শহরের সুগন্ধা রেষ্টুরেন্টে করটিয়া সাদ’ত কলেজ পুনর্মিলনীর আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভা ও ইফার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, করটিয়া সাদ’ত কলেজের প্রায় ১০০ বছরের ইতিহাসে কখনোই পুনর্মিলনী হয় নি। তাই নিজেদের প্রতিষ্ঠানের সকলে মিলে পুনর্মিলনী করার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া সাংগঠনিক ভিত্তিকে মজবুত করার জন্য সকলের সাথে যোগাযোগ করে করটিয়া কলেজ কেন্দ্রিক পুনর্মিলনী করার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

পুনর্মিলনীর দিন তারিখ ঠিক করে সকলকে আমন্ত্রন জানালে তিনি সক্রিয় ভাবে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন। এসময় পুনর্মিলনীর আহবায়ক কমিটির আহবায়ক শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব মো. জিন্নাহ মিয়া, সদস্য মো. আব্দুর রাজ্জাক, কামরুজ্জামান রিপন, মো. হামিদুল হক তালুকদার, মো. আলী আজম আলী, সৈয়দ জাহিদুল হক প্রমুখ।