সবুজ পৃথিবীর ইফতার ও দোয়া মাহফিল


টাঙ্গাইলে সবুজ পৃথিবীর উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ জুন শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের রেজিষ্ট্রি পাড়া ব্যুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল। সবুজ পৃথিবীর সভাপতি ডা. কায়েম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরীফুল হক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম.আউয়াল হক, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদার, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।