ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সম্মানে ছানোয়ার হোসেন এমপি এর ইফতার মাহফিল


টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এর সৌজন্যে প্রতিবছরের ন্যায় এবারও টাঙ্গাইল সদর উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৬ রমজান শহরের সংসদ সদস্য এর নিজ বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য করা কার্যালয় তৃনমূল ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে প্রতিটি টেবিল ঘুরে ঘুরে উপস্থিত ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এমপি ছানোয়ার হোসেন।
ইফতার মাহফিলের অনুষ্ঠানে সংসদ সদস্য ছানোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, ‘পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। রমজানের পবিত্রতা সকলকে রক্ষা করতে হবে। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুর্দ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠায় সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা আওয়ামীলীগ সহ সভাপতি এডভোকেট আলমগির খান মেনু, সহ সভাপতি জননেতা আনিসুল রহমান দাদু ভাই, যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জাম স্মৃতি, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস সাহা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট শামিমুল আক্তার, উপ দপ্তর সম্পাদক আব্দুর রৌফ চান মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম খান সহ টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল ইউনিয়ন আওয়ামীলীগ নেত্ববৃন্দ।