সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ছানোয়ার হোসেন এমপি


টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই দেশকে আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনার নেতৃত্ব মানতে হবে, তার নির্দেশ সাদরে গ্রহন করে নেতাকর্মীদের মধ্যে ঐক্যর বন্ধন অটটু রাখতে হবে। দলের মধ্যে কোন বিবেদ রাখা যাবে না। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার জয় নিশ্চিত করতে হবে।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এর বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য করা কার্যালয় তৃনমূল ভবনে টাঙ্গাইল পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের জন্য করা ইফতার ও দো’আ মাহফিলের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া (বড় মনি), আকরাম হোসেন কিসলু সহ টাঙ্গাইল পৌরসভার ১,২,৩,৬,৭,৮,৯ ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা।