চকরিয়ায় মাতামুহুরী ব্রীজ সংস্কারে ৪দিন পর্যন্ত যানচলাচল বন্ধ ঘোষণা


কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী ব্রীজের সংস্কার কাজ শুরু হওয়ায় সব ধরণের যানচলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ। উল্লেখ করা যায় কক্সবাজার থেকে
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় মাতামুহুরী নদীর উপর ৫৭ বছর আগে নির্মিত গার্ডার ব্রিজটি বর্তমানে চরম হুমকির সম্মুখীন। যে কোন মুহুর্তে ব্রীজটি ধ্বসে পড়ে কক্সবাজারের ৮ উপজেলা ও পার্শ্ববর্তী বান্দরবানের ৩ উপজেলাসহ সারাদেশের সাথে পর্যটন নগরী কক্সবাজারের সরাসরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে।
এ আশঙ্কা ১১ উপজেলায় বসবাসরত অর্ধকোটি জনগনের। তারই পরিপ্রেক্ষিতে কক্সবাজার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় (সওজ)সড়ক বিভাগাধীন চট্টগ্রাম -কক্সবাজার জাতীয় মহাসড়কের ১০০তম কিঃমিঃ অবস্থিত চকরিয়াস্থ চিরিংগা বাজার সংলগ্ন ৩০৫মিটার দীর্ঘ মাতামহুরী সেতুর জরুরী মেরামতের কাজ ২৮/৫/২০১৮ইং তারিখ হইতে ৩১/৫/২০১৮ইং তারিখ পর্যন্ত রাত ১২:০০ঘটিকা হইতে ভোর ৬:০০ঘটিকা পর্যন্ত চলবে।
মেরামতকালীন সময়ে বিকল্প সড়ক একতা বাজার-পেকুয়া-ঈদমনি- চকরিয়া কক্সবাজার এবং আনোয়ারা-বাশখালী-পেকুয়া-চকরিয়া সড়ক দিয়ে যানবাহন চলাচল করার জন্য অনুরোধ করেছেন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া (পরিচিতি নং-০০৫১৫৫)সাক্ষরিত স্মারক নং১৫৯১/১(৩০) চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বরাবরে ২৩/৫/২০১৮ ইং তারিখে জরুরী বিজ্ঞপ্তির অনুলিপি পৌছায়।
তিনি উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ২৮ ও ৩১ মে পর্যন্ত মাতামুহুরী ব্রীজের উপর দিয়ে যানবাহন চলাচলা সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া।
তিনি এ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যে,কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলা চিরিঙ্গাস্থ মাতামুহুরী সেতুর জরুরী মেরামত মেরামত কাজে আগামী ২৮ ও ৩১ মে পর্যন্ত প্রতিদিন রাত ১২টা হতে ভোর ৬টা পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ থাকিবে। ঝুকিপূর্ণ সেতুটির জরুরী মেরামত কাজের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া।