চকরিয়া নূরানী কাফেলার ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন
চকরিয়ার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নূরানী কাফেলার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার ২৫মে ভাঙ্গারমুখ স্টেশনস্থ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা মোকতার আহমদের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ব্যাংকার মো. আরিফুল কবির।
এতে আলোচনা পেশ করেন মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকী, মগবাজার মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল হোছাইন আনসারী, কাকারা তাজুল উলুম দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা শাহাদত হোছাইন, মাওলানা মুহাম্মদ হেদায়াত উল্লাহ, মাওলানা জসিম উদ্দীন হেলালী, মাওলানা জামাল হোছাইন নূরী, মাওলানা রুহুল কাদের ও মাওলানা জসিম উদ্দীন সেলিম।
সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ রাসেলের সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র সহ-সভাপতি এম. রুহুল আমিন রুবেলের পরিচালনায় বিশাল ইফতার মাহফিলে নূরানী কাফেলার সেক্রেটারি এহছানুল হক, আবু তাহের সওদাগরসহ পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনার বক্তব্যে মাওলানা নূরুল আবছার ছিদ্দিকী বলেন, রোজা মানুষকে আত্মশুদ্ধি করে খোদাভীতি অর্জনের মাধ্যমে সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করে। শান্তিময় জীবন ও কল্যাণময় রাষ্ট্র গঠনে কোরআন-হাদিস অনুযায়ি রোজার শিক্ষাকে কাজে লাগাতে হবে।
রোজা আমাদেরকে সকল ধরনের মন্দকাজ তথা পাপাচার থেকে বিরত থাকার তাগাদা দেয়। তাই পবিত্রতার মাস মাহে রমজানের শিক্ষাকে দৈনন্দিন জীবনে কাজে লাগানোর বিকল্প নেই। ঈমানদারগণ রোজা রাখার মাধ্যমে মুত্তাকী হতে পারে। তিনি ঈমানদার মুসলমানদের মুত্তাকী হতে যথাযথভাবে রোজা পালনের আহ্বান জানান।
